পশ্চিমবঙ্গ

west bengal

সংকটে নয়াবাদের আক্রান্ত, মাল্টি-অর্গান ফেলিওরের আশঙ্কা চিকিৎসকদের

By

Published : Apr 1, 2020, 6:03 PM IST

Updated : Apr 1, 2020, 8:12 PM IST

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক কোরোনা আক্রান্তের শারীরিক অবস্থা সংকটে । ভেন্টিলেটরের সাপোর্টে তাঁকে রাখা হয়েছে।

COVID PATIENT
সংকটে নয়াবাদের আক্রান্ত

কলকাতা, 1 এপ্রিল : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা আক্রান্ত প্রৌঢ়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনিত হচ্ছে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত ক্রমশ মাল্টি-অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন। আশঙ্কায় রয়েছেন সেখানকার চিকিৎসকরা।

ওই প্রৌঢ় কলকাতার নয়াবাদের বাসিন্দা। 12 মার্চ পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন । 14 মার্চ তাঁর জ্বর হয়। কয়েকদিনের জ্বর নিয়ে 23 মার্চ পঞ্চসায়রের হাসপাতালে ৬৬ বছর বয়সি ওই প্রৌঢ়কে ভরতি করা হয়।

গত কয়েকদিন ধরে তাঁর ইউরিনে সমস্যা দেখা দিচ্ছে। মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে বলে বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর। এদিকে নয়াবাদের এই আক্রান্তের সংস্পর্শে আসায় 76 এবং 56 বছরের দুজনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে । এই দুই আক্রান্তের মধ্যে একজন নয়াবাদের বাসিন্দার স্ত্রী এবং অন্যজন পিসি। গতকাল এগরায় আরও এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তিনিও নয়াবাদের এই প্রৌঢ়র আত্মীয়।

Last Updated : Apr 1, 2020, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details