পশ্চিমবঙ্গ

west bengal

Tejashwi Yadav: বাবা হলেন তেজস্বী যাদব, দিল্লিতে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী রাজশ্রী

By

Published : Mar 27, 2023, 12:32 PM IST

আজ সকালে টুইট করে নিজেই সুখবর জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Bihar Deputy Chief Minister)। দু'বছর আগে রাজশ্রী সঙ্গে বিয়ে হয়েছিল লালুপ্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্রের। তেজস্বী টুইটারে বলেছেন, যে 'ঈশ্বরের উপহার' পেয়ে তিনি ভীষণ খুশি ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 27 মার্চ:লালুপ্রসাদ যাদবের পরিবারে খুশির হাওয়া। বাবা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব (Lalu Prasad Yadav son Tejashwi Yadav Welcomes First Child) ৷ আজ সকালেই টুইট করে মন্ত্রী নিজেই এই সুখবর দিয়েছেন ৷ টুইট করে তেজস্বী যাদব লিখেছেন, "ভগবান সন্তুষ্ট হয়েছেন তাই উপহারস্বরূপ কন্যা সন্তান পাঠিয়েছেন ৷" সেইসঙ্গে তিনি তাঁর নবজাতক কন্যাকে কোলে নিয়ে একটি ছবি দিয়েছেন ৷

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতার বোন রোহিণী আচার্যও টুইটারে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "আমার বাড়িতে এখন আনন্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঈশ্বর এমন সুখের উপহার দিয়েছেন।" ভগবানের ছোট দেবদূত হিসাবে আমার বাড়িতে আমার একজন অতিথি এসেছে ৷ তেজস্বীর বাবা হওয়ার পাশাপাশি, আরজেডি সুপ্রিমো লালু যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও প্রথমবারের মতো দাদু-দিদা হয়েছেন। যাদব পরিবার কন্যা সন্তানের জন্মের পরই সঙ্গে সঙ্গেই অভিনন্দন বার্তা আসতে শুরু করে। দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল টুইটারে যাদব পরিবারকে অভিনন্দন জানান।

তবে বেশকিছুদিন আগে সোশাল মিডিয়ায় বাবা হওয়ার গুজব ছড়িয়ে পড়ে তেজস্বীর ৷ পরে, বিহার বিধানসভার বাজেট অধিবেশনে তেজস্বী যাদব বলেছিলেন যে, আমার স্ত্রী গর্ভবতী। গুজব ছড়িয়েছে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার প্রথম সন্তান কন্যাই হোক। ঘরে আসুক লক্ষ্মী। কন্যা লক্ষ্মীর রূপ, তবে আগে সন্তানের জন্ম হোক। তবে এবার সেই চাওয়া পূরণ হল যাদব পরিবারের ছোট পুত্রের ৷

আরও পড়ুন:'চাকরির বদলে জমি' মামলায় দিল্লির আদালতে হাজিরা তেজস্বীর

উল্লেখ্য, বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদব তার দীর্ঘদিনের বন্ধু রাজশ্রী যাদবকে 9 ডিসেম্বর, 2021-এ বিয়ে করেছিলেন।যাদবের স্ত্রী রাজশ্রী হরিয়ানার রেওয়ারির বাসিন্দা। ছোটবেলা থেকেই দিল্লিতে থাকেন। রাজশ্রী এবং তেজস্বী নতুন দিল্লির আরকেপুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস) একসঙ্গে পড়াশোনা করেছেন। তেজস্বী নয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ৷ তাঁরা সাত বোন এবং দুই ভাই। বিহারের রাজনীতিতে যাদব পরিবার বরাবরই প্রচারের আলোয় থাকেন। লালুর পথে হেঁটেছেন পুত্র তেজস্বীও। কিন্তু তেজস্বীর ঘরনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন ৷

ABOUT THE AUTHOR

...view details