ETV Bharat / bharat

ଦିଲୀପ ଘୋଷଙ୍କ ଜୀବନ ପ୍ରତି ବିପଦ

ପଶ୍ଚିମବଙ୍ଗ ବିଜେପି ମୁଖ୍ୟ ଦିଲୀପ ଘୋଷଙ୍କ ଜୀବନ ପ୍ରତି ବିପଦ ଥିବାରୁ ବୁଧବାର ତାଙ୍କୁ ଏକ ନୂଆ ବାସସ୍ଥାନକୁ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଥିବା ନେଇ କେନ୍ଦ୍ରୀୟ ଗୁଇନ୍ଦା ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ।

ଫାଇଲ ଫଟୋ
author img

By

Published : Aug 22, 2019, 12:08 PM IST

କୋଲକାତା: ପଶ୍ଚିମବଙ୍ଗ ବିଜେପି ମୁଖ୍ୟ ଦିଲୀପ ଘୋଷଙ୍କ ଜୀବନ ପ୍ରତି ବିପଦ ରହିଛି । କୌଣସି ବିଦେଶୀ ଏଜେନ୍ସି ପକ୍ଷରୁ ଦିଲୀପଙ୍କୁ ଆକ୍ରମଣ ହେବା ନେଇ ସୂଚନା ମିଳିଛି ।

ଦିଲୀପଙ୍କୁ ଆକ୍ରମଣ ହେବା ସହିତ ତାଙ୍କୁ ଜୀବନରୁ ମାରିଦେବା ନେଇ ମଧ୍ୟ ଷଡଯନ୍ତ୍ର ହେଉଥିବା କେନ୍ଦ୍ରୀୟ ଗୁଇନ୍ଦା ବିଭାଗ ସୂଚନା ଦେଇଛି । ଏ ନେଇ ବୁଧବାର ରାତିରେ ଦିଲୀପଙ୍କୁ ଏକ ନୂଆ ବାସସ୍ଥାନକୁ ନିଆ ଯାଇଥିବା ଗୁଇନ୍ଦା ବିଭାଗରୁ ସୂଚନା ମିଳିଛି ।

କୋଲକାତା: ପଶ୍ଚିମବଙ୍ଗ ବିଜେପି ମୁଖ୍ୟ ଦିଲୀପ ଘୋଷଙ୍କ ଜୀବନ ପ୍ରତି ବିପଦ ରହିଛି । କୌଣସି ବିଦେଶୀ ଏଜେନ୍ସି ପକ୍ଷରୁ ଦିଲୀପଙ୍କୁ ଆକ୍ରମଣ ହେବା ନେଇ ସୂଚନା ମିଳିଛି ।

ଦିଲୀପଙ୍କୁ ଆକ୍ରମଣ ହେବା ସହିତ ତାଙ୍କୁ ଜୀବନରୁ ମାରିଦେବା ନେଇ ମଧ୍ୟ ଷଡଯନ୍ତ୍ର ହେଉଥିବା କେନ୍ଦ୍ରୀୟ ଗୁଇନ୍ଦା ବିଭାଗ ସୂଚନା ଦେଇଛି । ଏ ନେଇ ବୁଧବାର ରାତିରେ ଦିଲୀପଙ୍କୁ ଏକ ନୂଆ ବାସସ୍ଥାନକୁ ନିଆ ଯାଇଥିବା ଗୁଇନ୍ଦା ବିଭାଗରୁ ସୂଚନା ମିଳିଛି ।

Intro:
22-08-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: বিদেশী এজেন্সির মাধ্যমে দিলীপ ঘোষের উপর হামলার ছক। প্রাননাশের হামলাও হতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দ সংস্থার রিপোর্ট এর জের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর নির্দশে তড়িঘড়ি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসভবন বদল করা হল।
কাল রাত থেকেই নতূন বাসভবনে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে। সল্টলেক এর CL-209 এর নতূন ঠিকানায় কাল রাতে থেকেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তার নতূন বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।



দিলীপ ঘোষের নিরাপত্তা কিছুদিন আগেই Y+ ক্যাটাগরি থেকেই Z ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগে নিরাপত্তার প্রায় ২৪ জন কেন্দ্রীয় বাহিনী ছিলো। এবার সেটা বেড়ে হল ৩২ জন।


বিজেপির রাজ্য সভাপতি প্রথমে বেলেঘাটা থাকতেন। তার পর সেখান থেকে তাকে নিউটাউনে নিয়ে যাওয়া হয়।সেখানেও বদল করে সল্টলেক এর BL - 36 এর বাসভবনে থাকতেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দশে ফের বদল হল বাড়ি।


এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেলা সফরের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্ভন করতে বলেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও রিপোর্ট দিয়েছে। তাই বাসভবন বদল করতে হল"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.