Purulia District Police: অন্যদের নামে সিম সংগ্রহ করে, এটিএম হাতিয়ে কোটি টাকারও বেশি লেনদেন হওয়া প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুরুলিয়া জেলা পুলিশ । শনিবার রাতে এমনই দাবি পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "সাইবার প্রতারণা নিয়ে জেলা পুলিশের তরফে হামেশাই সচেতনতামূলক প্রচার হয় । জনগণকে বলব কোনওভাবেই অপরিচিত কারও ফোনে সাড়া দিয়ে আর্থিক লেনদেন করবেন না ।" ঘটনায় 13 জন গ্রেফতার হয়েছে । শঙ্কর সহিস নামে এক ব্যক্তি ফাস্ট ফুডের দোকান থেকে গ্রেফতার হয় । পুলিশ সূত্রে খবর, জামাতাড়া গাংঙের মতো পুরো বিষয়টি পুরুলিয়া মফস্সল থানার শিহলী গ্রাম থেকে পরিচালনা হত ।
কোটি টাকার প্রতারণার পর্দাফাঁস পুরুলিয়া পুলিশের
Published : Sep 1, 2024, 2:16 PM IST
Purulia District Police: অন্যদের নামে সিম সংগ্রহ করে, এটিএম হাতিয়ে কোটি টাকারও বেশি লেনদেন হওয়া প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুরুলিয়া জেলা পুলিশ । শনিবার রাতে এমনই দাবি পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "সাইবার প্রতারণা নিয়ে জেলা পুলিশের তরফে হামেশাই সচেতনতামূলক প্রচার হয় । জনগণকে বলব কোনওভাবেই অপরিচিত কারও ফোনে সাড়া দিয়ে আর্থিক লেনদেন করবেন না ।" ঘটনায় 13 জন গ্রেফতার হয়েছে । শঙ্কর সহিস নামে এক ব্যক্তি ফাস্ট ফুডের দোকান থেকে গ্রেফতার হয় । পুলিশ সূত্রে খবর, জামাতাড়া গাংঙের মতো পুরো বিষয়টি পুরুলিয়া মফস্সল থানার শিহলী গ্রাম থেকে পরিচালনা হত ।