ধূপগুড়ি পুরসভার ভোট কবে হবে ? এই প্রশ্ন তুলে শনিবার সকাল থেকে ধূপগুড়ি পুরসভা এলাকায় পোস্টার পড়ল । ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়। উল্লেখ্য, ধূপগুড়ি পুরসভায় শেষ নির্বাচন হয়েছে 2017 সালে । সেই বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত 2022 সালে । তার পরেও পুরভোটের বদলে সেখানে দায়িত্ব সামলাতে গঠন করা হয়েছে চার সদস্যের পুর প্রশাসক মন্ডলী।কিন্তু, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে নির্বাচন নিয়ে কোনও উদ্যোগ নেই। এই অভিযোগে পুর এলাকায় পোস্টার পড়ছে। ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, "গণতান্ত্রিক দেশে ভোট নেই পুরসভার ৷ তাই এই পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানানো হল ।"
ধূপগুড়ি পুরসভার ভোট কবে ? প্রশ্ন তুলে পোস্টার পড়ল পুর এলাকায়
Published : Sep 15, 2024, 7:31 AM IST
ধূপগুড়ি পুরসভার ভোট কবে হবে ? এই প্রশ্ন তুলে শনিবার সকাল থেকে ধূপগুড়ি পুরসভা এলাকায় পোস্টার পড়ল । ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়। উল্লেখ্য, ধূপগুড়ি পুরসভায় শেষ নির্বাচন হয়েছে 2017 সালে । সেই বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত 2022 সালে । তার পরেও পুরভোটের বদলে সেখানে দায়িত্ব সামলাতে গঠন করা হয়েছে চার সদস্যের পুর প্রশাসক মন্ডলী।কিন্তু, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে নির্বাচন নিয়ে কোনও উদ্যোগ নেই। এই অভিযোগে পুর এলাকায় পোস্টার পড়ছে। ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, "গণতান্ত্রিক দেশে ভোট নেই পুরসভার ৷ তাই এই পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানানো হল ।"