ETV Bharat / snippets

মাঠে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু 1, আহত দুই

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 11:03 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের কড়াশিয়া গ্রামে । মৃতের নাম দেবাশিস মণ্ডল (30) ৷ আহতরা হলেন রতন খাঁড়া ও খোকা টুডু । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ মেঘ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । আর সেই সময় মাঠে বাদাম তোলার কাজ করছিলেন 5 জন । সেই বৃষ্টির সঙ্গে হঠাৎই বজ্রপাত ঘটে । আর সেই বজ্রপাতে আহত হন তিনজন । মেশিন লাগিয়ে বাদাম ঝাড়ার কাজ চলার সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা বলে খবর ।

বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের কড়াশিয়া গ্রামে । মৃতের নাম দেবাশিস মণ্ডল (30) ৷ আহতরা হলেন রতন খাঁড়া ও খোকা টুডু । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ মেঘ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । আর সেই সময় মাঠে বাদাম তোলার কাজ করছিলেন 5 জন । সেই বৃষ্টির সঙ্গে হঠাৎই বজ্রপাত ঘটে । আর সেই বজ্রপাতে আহত হন তিনজন । মেশিন লাগিয়ে বাদাম ঝাড়ার কাজ চলার সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.