ETV Bharat / snippets

বিচারের দাবিতে ধর্মতলার পথে কীর্তনীয়া-বাউল সম্প্রদায়ের সদস্যরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 4:27 PM IST

Kolkata Doctor Rape and Murder
ধর্মতলার পথে কীর্তনীয়া-বাউল সম্প্রদায়ের সদস্যরা (ইটিভি ভারত)

Kolkata Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালের নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ধর্মতলা চলো'র ডাক ৷ বঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় এসে পৌঁছলেন সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের সদস্যরা ৷ সেখান থেকে তাঁরা হাওড়া রেল মিউজিয়ামের কাছে জমায়েত করেন। তারপর তারা ধর্মতলার গান্ধিমূর্তির পাদদেশে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাউল ও কীর্তনিয়ারা খোল, খঞ্জনি, গিটার হারমোনিয়াম একাধিক সরঞ্জাম হাতে নিয়ে 'হরে কৃষ্ণ, হরে রাম' ধ্বনি দিয়ে এই মিছিলে যোগ দেন। সুভাষ ক্ষেত্রপাল নামে এক শিল্পী বলেন, "এই হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই ৷ বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছি ৷"

Kolkata Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালের নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ধর্মতলা চলো'র ডাক ৷ বঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় এসে পৌঁছলেন সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের সদস্যরা ৷ সেখান থেকে তাঁরা হাওড়া রেল মিউজিয়ামের কাছে জমায়েত করেন। তারপর তারা ধর্মতলার গান্ধিমূর্তির পাদদেশে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাউল ও কীর্তনিয়ারা খোল, খঞ্জনি, গিটার হারমোনিয়াম একাধিক সরঞ্জাম হাতে নিয়ে 'হরে কৃষ্ণ, হরে রাম' ধ্বনি দিয়ে এই মিছিলে যোগ দেন। সুভাষ ক্ষেত্রপাল নামে এক শিল্পী বলেন, "এই হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই ৷ বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.