ETV Bharat / snippets

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনে স্বামীকে যাবজ্জীবন জলপাইগুড়ি আদালতের

Jalpaiguri Court
জলপাইগুড়ি আদালত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 6:46 PM IST

Jalpaiguri Court: জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা আঁখি বিশ্বাসকে খুন করেছিলেন তাঁর স্বামী গৌতম বিশ্বাস । 2020 সালে 21 অগস্ট মাসে স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত মেরে ফেলে থানায় যান আত্মসমর্পণ করতে । পরকীয়ার সন্দেহে তিনি স্ত্রীকে খুন করেন ৷ পুলিশ গিয়ে বিছানার উপর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন আঁখি বিশ্বাসকে । জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য জানান, এই ঘটনায় 14 জনের সাক্ষ্য গ্রহণ করেন । চারজন গোপন জবানবন্দি দেয় । জলপাইগুড়ি আদালত গৌতম বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 20 হাজার টাকা জরিমানা দেওয়া হয় । অভিযুক্তের পক্ষে আইনজীবী শিবশঙ্কর দত্ত বলেন, ‘‘আমরা হাইকোর্টের দ্বারস্থ হব ।’’

Jalpaiguri Court: জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা আঁখি বিশ্বাসকে খুন করেছিলেন তাঁর স্বামী গৌতম বিশ্বাস । 2020 সালে 21 অগস্ট মাসে স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত মেরে ফেলে থানায় যান আত্মসমর্পণ করতে । পরকীয়ার সন্দেহে তিনি স্ত্রীকে খুন করেন ৷ পুলিশ গিয়ে বিছানার উপর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন আঁখি বিশ্বাসকে । জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য জানান, এই ঘটনায় 14 জনের সাক্ষ্য গ্রহণ করেন । চারজন গোপন জবানবন্দি দেয় । জলপাইগুড়ি আদালত গৌতম বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 20 হাজার টাকা জরিমানা দেওয়া হয় । অভিযুক্তের পক্ষে আইনজীবী শিবশঙ্কর দত্ত বলেন, ‘‘আমরা হাইকোর্টের দ্বারস্থ হব ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.