ETV Bharat / snippets

এখনই কলকাতা ফিরছেন না রাজ্যপাল, ধোঁয়াশা অব্যাহত দুই বিধায়কের শপথ নিয়ে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 9:24 PM IST

oathtaking issue
দুই বিধায়কের শপথ নিয়ে ধোঁয়াশা (ইটিভি ভারত)

ভোটের ফলপ্রকাশের হয়েছে একমাস পূর্ণ হতে চলল। কিন্তু রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত ৷ রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নয়াদিল্লি থেকে কলকাতা ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে, সেটা দু'সপ্তাহ হতে পারে। তাই কত দ্রুত দুই বিধায়কের শপথ গ্রহণ করানো যাবে, তা বলা যাবে না। জরুরি পরিস্থিতি ছাড়া রাজ্যপাল দিল্লি থেকে এই মুহূর্তে কলকাতায় ফিরবেন না। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপাল দ্রুত পদক্ষেপ না নিলে বিধানসভার তরফেই পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ বিধানসভা কোনও পদক্ষেপ নিতে পারবে কি না, সেটা সংবিধান বিশেষজ্ঞরাই বলতে পারবেন।"

ভোটের ফলপ্রকাশের হয়েছে একমাস পূর্ণ হতে চলল। কিন্তু রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত ৷ রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নয়াদিল্লি থেকে কলকাতা ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে, সেটা দু'সপ্তাহ হতে পারে। তাই কত দ্রুত দুই বিধায়কের শপথ গ্রহণ করানো যাবে, তা বলা যাবে না। জরুরি পরিস্থিতি ছাড়া রাজ্যপাল দিল্লি থেকে এই মুহূর্তে কলকাতায় ফিরবেন না। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপাল দ্রুত পদক্ষেপ না নিলে বিধানসভার তরফেই পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ বিধানসভা কোনও পদক্ষেপ নিতে পারবে কি না, সেটা সংবিধান বিশেষজ্ঞরাই বলতে পারবেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.