ETV Bharat / snippets

বিজেপি'র ডাকা বাংলা বনধের জের, মঞ্চস্থ হবে না 'ছায়াপথের শেষে'

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 9:55 PM IST

Updated : Aug 27, 2024, 10:30 PM IST

BJP BANDH
বিজেপি'র ডাকা বাংলা বন্ধ (ইটিভি ভারত)

বিজেপি'র ডাকা 12 ঘণ্টা বাংলা বনধের কারণে 28 অগস্ট স্থগিত করা হল 'নটরঙ্গ'র নাটক 'ছায়াপথের শেষে'। নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। মঙ্গলবার সন্ধ্যায় একটি লাইভে এসে নাটকটি স্থগিত হওয়ার কথা জানান নাট্যকার তথা নির্দেশক এবং অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,"কলকাতায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভরসা পাচ্ছি না ৷ তার উপরে একটি রাজনৈতিক দল 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সবদিক ভেবে আমরা আগামিকালের নাটক স্থগিত রাখার পরিকল্পনা করেছি। সবকিছু সামাল দিতে গিয়ে বিপদে পড়ব। তাই এই সিদ্ধান্ত। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাঁরা অনলাইনেই টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। পরবর্তী দিন আপনাদের জানিয়ে দেওয়া হবে।"

বিজেপি'র ডাকা 12 ঘণ্টা বাংলা বনধের কারণে 28 অগস্ট স্থগিত করা হল 'নটরঙ্গ'র নাটক 'ছায়াপথের শেষে'। নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। মঙ্গলবার সন্ধ্যায় একটি লাইভে এসে নাটকটি স্থগিত হওয়ার কথা জানান নাট্যকার তথা নির্দেশক এবং অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,"কলকাতায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভরসা পাচ্ছি না ৷ তার উপরে একটি রাজনৈতিক দল 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সবদিক ভেবে আমরা আগামিকালের নাটক স্থগিত রাখার পরিকল্পনা করেছি। সবকিছু সামাল দিতে গিয়ে বিপদে পড়ব। তাই এই সিদ্ধান্ত। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাঁরা অনলাইনেই টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। পরবর্তী দিন আপনাদের জানিয়ে দেওয়া হবে।"

Last Updated : Aug 27, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.