কলকাতা, 13 সেপ্টেম্বর: সব কিছুর মধ্যে রাজনীতি দেখছেন ওঁরা ! কুণাল ঘোষের মন্তব্যের পর এমনই প্রতিক্রিয়া জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের সামনে চারদিন ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। বৃষ্টির মধ্যেও রাস্তায় ত্রিপল টাঙিয়ে চলছে তাঁদের আন্দোলন।ডাক্তারদের দাবি, তাঁদের এই আন্দোলনের সঙ্গে রয়েছেন বহু সাধারণ মানুষও। আর এই সকলের জন্যই খুলে দেওয়া হয়েছে বিজেপির কার্যালয়। স্বাস্থ্য ভবনের ঠিক পাশেই নবদিগন্ত ভবন। আর সেই নব দিগন্তের পাশেই রয়েছে বিজেপির কার্যালয়। তাই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।
এমন বিতর্কের কারণ একটাই। বহু আন্দোলনকারী বৃষ্টির জন্য অথবা অন্য কোনও কারণে বিজেপির কার্যালয়ে ঠাঁই নিচ্ছেন। বিশেষ করে মহিলারা শৌচালয়ের জন্য বিজেপির কার্যালয়ে আসছেন। তখনকার একটি ছবি কুণাল ঘোষ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। তারই সঙ্গে রাজনৈতিক অভিসন্ধির কথাও বলেছেন কুণাল। যার উত্তরে জুনিয়র চিকিৎসক পরিচয় পান্ডা বলেন, "আমরা এখানে বিচারের দাবি চেয়ে রাস্তা কামড়ে পড়ে রয়েছি। তার মধ্যে মাঝেমধ্যেই বৃষ্টি শুরু হচ্ছে। আমরা ত্রিপল বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি। তবে এত সংখ্যক মানুষ আসছেন যে ত্রিপলে পোষাচ্ছে না। সেই কারণেই বহু মানুষ ওই রাজনৈতিক দলের কার্যালয়ে যাচ্ছেন।"
এর সঙ্গেই চিকিৎসকরা জানান, এরা রাজনীতির অতল প্রাঙ্গণে পৌঁছে গিয়েছেন। সেই কারণেই সবকিছুতে রাজনীতি দেখছেন বলেও অভিযোগ করেছেন ডাক্তাররা। শুধু শাসক শিবির নয়, জুনিয়র চিকিৎসকরা সরব হয়েছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও। জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার বলেন, " বিরোধী দলনেতা আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আমাদের আন্দোলনে কেউ রাজনৈতিক রং দিতে চাইলে প্রতিক্রিয়া দিতেই হবে।"