প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল, দেখুন সরাসরি... - HS Result 2024 - HS RESULT 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 12:54 PM IST

Updated : May 8, 2024, 1:53 PM IST

HS Result 2024 LIVE: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক 2024-এর ফলাফল ৷ পরীক্ষা শেষ হওয়ার 69 দিনের মাথায় ফলপ্রকাশ করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷ তাঁর সঙ্গে রয়েছেন সচিব প্রিয়দর্শিনী মল্লিক ৷ আজ বুধবার ফলপ্রকাশের পর বেলা তিনটে থেকে অনলাইন ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটগুলি হল- http://wbresults.nic.in, www.results.shiksha, www.indiaresults.com। এছাড়াও একটি অ্যাপও রয়েছে । প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা । আজ আনুষ্ঠানিক ফলপ্রকাশের পর 10 মে শুক্রবার নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন তাঁরা ৷ এইদিন থেকেই শুরু হবে রিভিউ ও স্ক্রুটিনি প্রক্রিয়া ৷ এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,000 । 
Last Updated : May 8, 2024, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.