বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আবির খেলায় ব্যস্ত গজরাজ, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো - viral Video in jalpaiguri - VIRAL VIDEO IN JALPAIGURI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 9:56 PM IST

রঙের উৎসবে মেতে উঠেছে আমজনতা ৷ বাদ গেল না বুনো হাতিও ৷ শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই দেখা যাচ্ছে আবির নিয়ে খেলছে বুনো দাঁতাল হাতি। ইতিমধ্যেই হাতির আবির খেলার এই ভাইরাল ভিডিয়ো ঘিরেই সোশাল মিডিয়ায় নেটাগরিকদের চর্চা শুরু হয়েছে ৷ কেউ আবার বুনো দাঁতালকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন ৷

ভাইরাল ভিডিয়োর দৃশ্য দেখে অনুমান, সেটি বিন্নাগুড়ি সেনাছাউনির ৷ সেখানে সেনা ও কর্মীদের হোলি খেলার জন্য একটি টেবিলে রাখা ছিল এক থাাল আবির ৷ কোথা থেকে একটি বুনো হাতি সেখানে ঢুকে পড়ে ৷ তারপর কোনও কিছুর তোয়াক্কা না করে হোলি খেলতে থাকে ৷ থালা থেকে আবির নিয়ে শুঁড়ে করে হাওয়ায় ছুড়ে দিচ্ছে নিজের মনে ৷

গজরাজের এই আবির খেলাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। হোলি খেলার আগে হঠাৎ অযাচিত অতিথি-কে দেখে অনেকেই আতঙ্কিত হন। সেদিকে অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই গজরাজের। তার মধ্যে অনেকে হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে ৷ কেউ কেউ আবার হাতির আবির খেলার ভিডিয়ো করলেন ৷ এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.