ভোর থেকে বিজেপি অফিসের বাইরে পুলিশের ডেরা! মিছিল বের হতেই ধুন্ধুমার মেদিনীপুরে - BJPs Bengal Bandh
🎬 Watch Now: Feature Video
বুধবার ভোর থেকে বিজেপির মেদিনীপুর জেলা পার্টি অফিসের বাইরে পুরুষ-মহিলা মিলিয়ে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করে কোতোয়ালি থানা । কোনোভাবে বিজেপির কোনও কর্মী-সমর্থক পার্টি অফিস থেকে বেরিয়ে বনধের সমর্থনে যাতে রাস্তায় বেরোতে না পারেন, তার জন্যই ছিল এই তৎপরতা । কিন্তু পিছনের গলি দিয়ে বিজেপির মহিলারা মিছিল বের করতেই মহিলা পুলিশ ও পুরুষ পুলিশ এসে তাঁদের পথ আটকায় ৷ রীতিমতো ধস্তাধস্তি চলে । শেষ পর্যন্ত চ্যাংদোলা করে জামা কাপড় ছেঁড়া অবস্থায় বিজেপি মহিলাদের থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ ৷ বিজেপির দাবি, তাদের 15 জন মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ বিজেপির মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শম্পা মণ্ডলকে চ্যাংদোলা করে টানতে টানতে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ । শম্পা মণ্ডল বলেন, ‘‘একটা আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে যদি পুলিশের এই সমস্যা হয় ৷ তাহলে গোটা রাজ্য জুড়ে কী ধরনের প্রস্তুতি চলছে, তা বোঝা যায় । আমাদের একটাই দফা একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ।’’ বিজেপি নেতা অরূপ দাস বলেন, ‘‘একটা ছাত্র আন্দোলনের নামে যে পুলিশের অত্যাচার চলেছে, তারই প্রতিবাদে এই ধর্মঘট । কিন্তু সেখানে যেভাবে মহিলা মোর্চা নেতাদের পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না । এর দ্বারা বোঝা যায় বনধ আমাদের সফল ।’’