সন্ধি পুজোয় কেঁদে ভাসালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় - KALYAN BANERJEE CRIED DURING PUJA
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2024, 1:18 PM IST
|Updated : Oct 11, 2024, 2:01 PM IST
চোখের জলে সন্ধি পুজোর শেষে আরতি করলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে 'মা মা' করে কেঁদে ভাসালেন তিনি। শ্রীরামপুর 5 ও 6-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই তিনি নিষ্ঠার সঙ্গে এখানে পুজো করেন। প্রতিদিন ভোরে উঠে পুজো করছেন। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো ! আর সেই পুজোর শেষে আরতি করার সময় 'মা মা' বলে আঝোরে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে এই পুজো হয়। প্রতি বছরই এখানে বেশ জমকালো পুজোর আয়োজন করা হয় ৷ এবার লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। তবে প্রতিমা এখানে সাবেকি, ডাকের সাজ ৷ এখানে সন্ধি পুজোর আরতি করার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূল সাংসদ। সেই পুজোর ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।