কালী মূর্তি ধরে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ
Published : 2 hours ago
রাতে পুজো হয়েছিল ৷ পরদিন শুক্রবার সকাল থেকে ফের বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়ির মন্দিরে কালীপুজো সারলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর পুজো শেষে কান্নায় ভেঙে পড়লেন সাংসদ ৷ দেবী মূর্তির দু'হাত ধরে অঝোরে কাঁদতে দেখা গেল কল্যাণকে ৷ মন্ত্রোচ্চারণের সঙ্গেই দেবী মূর্তির পায়ে মাথা রেখে আকুতি করতেও দেখা গেল তাঁকে ৷
সারাবছর যেখানেই থাকুন না কেন কালী পুজোর সময় প্রতিবছরই বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে বাড়ির মন্দিরে নিজের হাতে পুজোও করেন তিনি। এবারও তার অন্যথা হয়নি ৷ কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবারই তিনি বাঁকুড়ার দোলতলার বাড়িতে হাজির হয়েছিলেন। রাতে সেখানে দেবীর পুজো করেন তিনি। এদিন সকালে ফের এক প্রস্থ পুজো সারলেন কল্য়াণ ৷