তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত তেহট্টে, আহত বেশ কয়েকজন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 5:57 PM IST

চতুর্থ দফার ভোটে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট এলাকা ৷ রামজীবনপুর 206 ও 207 নম্বর বুথে ভোটকে ঘিরে উত্তেজনা ছড়ায় সোমবার । বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মাটিতে ফেলে বাস ও লাঠি দিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ সকলকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷  

বিজেপির অভিযোগ, ভোট দিতে আসার সময় দলীয় কর্মীদের উপর আচমকা হামলা চালায় তৃণমূলের কর্মীরা। রাস্তা থেকে ইট তুলে শাসকদলের কর্মীরা বিজেপি ভোটারদের মাথা থেঁতলে দিতে যান বলেও অভিযোগ । ভিডিয়োয়ও ধরা পড়েছে তেমনই ঘটনা ৷ যদিও তৃণমূল এই ঘটনা মানতে নারাজ । শাকদলের তরফে দায় ঠেলা হয়েছে বিজেপির দিকেই ৷ তারা আজকের ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে ৷ তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি ৷ তবে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার তেহট্টের রামজীবনপুর এলাকায় ৷  ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.