কেক-ঘুগনি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:23 PM IST

5th Lok Sabha Poll in Bengal: সোমবার বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতে ভোট হয়েছে ৷ তবে বেশ কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ৷ হুগলির দাদপুর থানার মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের 278 নম্বর বুথে ভোটারদের ঘুগনি-পাউরুটি ও কেক খাওয়ানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ 

জানা গিয়েছে, দাদপুর 17-18 নম্বর রোডের পাশেই ভোটারদের পাউরুটি ও ঘুগনি খাওয়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে ৷ অন্যদিকে, ভোট দিতে আসা মহিলা ও তাঁদের সন্তানদের হাতে কেক দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির তরফে ৷ যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, দল দেখে টিফিন দেওয়া হচ্ছে না ৷ যে সকল ভোটার আসছেন, সকলকেই ঘুগনি-পাউরুটি দেওয়া হচ্ছে ৷ 


নিয়ম অনুযায়ী, ভোটের দিন সমস্ত ভোটারদের ভোট দিতে যাওয়ার সময় ঘুগনি পাউরুটি বা কেক বা অন্য কোনও কিছুই খাওয়ানো যায় না। নির্বাচনের একটা বিধি-নিষেধ থাকে। তিনি জানান, একজন দেশের নাগরিক হিসেবে বা ভোটার হিসেবে সেক্টর অফিসারকে এই বিষয়ে অভিযোগ জানাব। যদিও তৃণমূল-বিজেপি দুই দলের দাবি, এখানে শান্তিপূর্ণ ভোট হয়। কোনও দল দেখে কাউকে খাওয়ানো হচ্ছে না। কাউকে প্রভাবিতও করা হচ্ছে না। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.