বনধের হাওড়ায় বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধর ! কাঠগড়ায় তৃণমূল - BJP Bangla Bandh - BJP BANGLA BANDH
🎬 Watch Now: Feature Video
Published : Aug 28, 2024, 2:12 PM IST
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার গুলমোহর কলোনিতে বিজেপি নেতার উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল ৷ বনধের সমর্থনে রাস্তায় বেরনো বিজেপি নেতা ও কর্মীদের পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ ৷ আজ বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের সমর্থনে এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বের করেছিলেন মনন শঙ্কর ৷ তাঁরা স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করতে বলন ৷ সেই সময় পুলিশ প্রথমে তাঁদের বাধা দেয় ৷
অভিযোগ, বিজেপির মিছিল কিছুটা এগোতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় ৷ পুলিশের সামনেই বিজেপির ওই নেতাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয় ৷ এমনকি লাথি, ঘুসিও মারা হয় তাঁদের ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে ৷ পরে ওই বিজেপি নেতা রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করেন ৷ পুলিশ তাঁকে একাধিকবার উঠে যেতে বললেও, তা তিনি শোনেননি ৷ এরপরেই জোর করে পুলিশের গাড়িয়ে তুলে নিয়ে যাওয়া হয় ওই বিজেপি নেতাকে ৷