বাঘের পায়ের ছাপ এলাকার চারিদিকে, দেখুন ভিডিয়ো - Tiger in Locality
🎬 Watch Now: Feature Video
Published : Sep 10, 2024, 7:38 PM IST
|Updated : Sep 10, 2024, 10:18 PM IST
Tiger Paw in Kultali: সুন্দরবনবাসীদের রোজনামচা 'জলে কুমির/ডাঙায় বাঘ' ৷ এমনটা সত্যি করে নরম মাটিতে স্পষ্ট ফুটে উঠল বাঘের পায়ের ছাপ ৷ যার জেরে আতঙ্কিত কুলতলি এলাকাবাসী। আজ (মঙ্গলবার) নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী ৷ আতঙ্কে নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন কুলতলি দেউলবাড়ি এলাকার কাজীপাড়ার বাসিন্দারা। এরপরই তাঁরা খবর দেন বন দফতরকে।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের সংরক্ষিত জঙ্গলের খুব কাছেই এই গ্রামটি ৷ প্রায় সময় জঙ্গল থেকে খাদ্যের অভাবে নদী পেরিয়ে গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটতে থাকে। যদিও বাঘটিকে ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে ৷ এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
- কবিতা সাফুই নামের এক বাসিন্দা বলেন, "আমরা আতঙ্কে রয়েছি ৷ আমরা বাড়ির মধ্যে ভয়ে গৃহবন্দি রয়েছি। প্রায় সময় জঙ্গল থেকে বাঘ এই এলাকায় ঢুকে যায়। আমরা চাই আমাদের সুরক্ষার জন্য বন দফতরের পক্ষ থেকে সুন্দরবন লাগোয়া জঙ্গলটি যেন স্থায়ীভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয়।"
- এবিষয়ে সনদ সাফুঁই নামে এক এলাকাবাসী তিনি বলেন, "সকালবেলায় আমরা নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাই ৷ খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা আসেন ৷ আমরা খুব আতঙ্কে রয়েছি ।"
- এবিষয়ে এক বনকর্মী বলেন, "আজ সকালে আমরা খবর পাই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে ৷ খবর পেয়েই আমরা তড়িঘড়ি ছুটে আসি ৷ জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে এলাকাবাসীদের কোনও ক্ষতি না-হয়।"