ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত পঞ্চম দফা, বনগাঁয় মোমবাতি জ্বালিয়ে চলল ভোটগ্রহণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 2:20 PM IST

Bangaon Lok Sabha constituency: পঞ্চম দফার নির্বাচনে বেলা বাড়তেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি শুরু হল ৷ সোমবার বাংলার তিন জেলায় সাত আসনে চলছে ভোটগ্রহণ ৷ সাতটি কেন্দ্র যথাক্রমে হাওড়া, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর ও উলুবেড়িয়া ৷ এরইমাঝে বেলা বারোটার পরই আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো আকাশ মেঘে ঢাকল ৷ কালো মেঘের সঙ্গে দমকা হাওয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেল ৷ শুরু হল বৃষ্টি আর প্রবল ঝড়। সেইসঙ্গে লোডশেডিং ৷ তাই মোমবাতি জ্বালিয়ে চলল ভোটগ্রহণ ৷ 

মিনিট দশেক এই পরিস্থিতিতে চলে ভোটগ্রহণ ৷ বনগাঁর হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের বুথ নম্বর 131-এ সমস্যায় পড়লেন ভোটার থেকে ভোটকর্মীরা ৷ আবার গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের 217 নম্বর বুথে প্রবল ঝড়-বৃষ্টির কারণে ভোটগ্রহণ বন্ধ। এদিকে, বনগাঁ লোকসভা কেন্দ্রের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোটগ্রহণ কেন্দ্র। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি ক্ষতিগ্রস্থ হয় ৷ আতঙ্কে বুথ ছাড়েন ভোটাররা। স্থানীয়রা জানান, প্রবল বেগে হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো বাড়ি ফিরে যান ৷ কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নেন।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.