স্কুলে ঢুকেই চমকে গেল মাধ্যমিকে কলকাতার প্রথম সোমদত্তা - Madhyamik Result 2024 - MADHYAMIK RESULT 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 3, 2024, 1:59 PM IST
পর্ষদের তরফে আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল ছবিটা ৷ ততক্ষণে সকলে জেনে গিয়েছিল মাধ্য়মিকে রাজ্যের মধ্যে দশম আর কলকাতার মধ্যে প্রথম হয়েছে কমলা গার্লস স্কুলের ছাত্রী সোমদত্তা সামন্ত। তাই বৃহস্পতিবার নিজের স্কুলে পা দিয়েই চমকে ওঠে সোমদত্তা। তাকে ঘিরে উল্লাসে মেতে ওঠে সতীর্থরা । অন্যান্য সব অভিভাবকেরা সোমদত্তা দেখেই জড়িয়ে ধরেন । কোলে তুলে চলে রীতিমতো নাচ ৷ সঙ্গে হিপ হিপ হুররে চিৎকার । সেই আনন্দের পরিস্থিতিতেই সোমদত্তার সঙ্গে একান্তে কথা বলে ইটিভি ভারত ৷ সঙ্গে ছিল তার বাবা-মাও ৷ অঙ্ক তার প্রিয় বিষয় ৷ পড়াশোনা ছাড়াও বরাবর নাচতে ভালোবাসে সোমদত্তা ৷ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে । এমনই সব বিষয় ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিল সোমদত্তা ৷ বাবা-মা জানালেন, ইচ্ছেমতো বিষয় নিয়েই আগামীতে পড়াশোনা করবে মেয়ে ৷ তাঁদের তরফ থেকে কোনও চাপ নেই ৷