চোখের সামনে গঙ্গায় তলিয়ে গেল ছ'টি বাড়ি, দেখুন ভিডিয়ো - MURSHIDABAD GANGES EROSION - MURSHIDABAD GANGES EROSION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 4:21 PM IST

Ganga Erosion in Murshidabad: ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন ! একের পর এক বসত বাড়ি গ্রাস করছে গঙ্গা। শনিবার সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে ছ'টি পাকা বাড়ি। পাশাপাশি বহু কৃষিজমি চলে গিয়েছে গঙ্গার গর্ভে। বেশ কয়েকটি বাড়ি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। গঙ্গায় তলিয়ে যাওয়া বাড়িগুলির দৃশ্য সামনে এসেছে ৷ এখনও পর্যন্ত প্রশাসনের কোনও কর্তা বা জন প্রতিনিধিদের দেখা মেলেনি বলেই অভিযোগ তুলেছেন ভাঙন কবলিত দুর্গতরা। গঙ্গা ভাঙন যেন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জ ব্লকে। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের ৷ 

সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, "দুর্গতদের অস্থায়ীভাবে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হচ্ছে। তাঁদের স্থায়ী বসবাসের কথা ভাবা হচ্ছে। ব্লকের পক্ষ থেকে ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছে।" ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফের একবার সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছেন গৃহহীন ছ'টি পরিবার।

রফিক ইসলাম, বদরুল ইসলাম, সপগিকুল শেখ, সাইদুল শেখ, রাহুল শেখ ও মিলন শেখের বাড়ি সকালে তলিয়ে গিয়েছে। আসবাবপত্র নিয়ে কোনওরকমে অন্যত্র আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন গ্রামবাসীরা। চোখে মুখে আতঙ্কের ছাপ। একের পর এক ভাঙনে নদী গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.