মন্ত্রী অখিল গিরিকে সমর্থন, রেঞ্জার অফিসারের বিরুদ্ধে তাজপুরে বিক্ষোভ এসসি মহিলাদের - Protest in Tajpur - PROTEST IN TAJPUR

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 6:45 PM IST

SC Women Protest in Tajpur: সমুদ্র সৈকত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ ঘিরে রেঞ্জার অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তফসিলি মহিলারা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তাজপুরে ৷ আন্দোলনকারীরা অখিল গিরির মন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়া দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ এ দিন তাজপুর সমুদ্র সৈকত এলাকার এসসি মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখে শুরু করেন । সঙ্গে ছিল ব্যানার ৷ তাতে লেখা, "ধিক ধিক ধিক্কার ! তফসিলি সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও দোকানঘর পুড়িয়ে দেওয়ায় আমাদের এই আন্দোলন চলছে ও চলবে ৷" 

আন্দোলনকারীদের দাবি, রাতের অন্ধকারে রেঞ্জার অফিসার তাঁদের অস্থায়ী দোকান ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন ৷ ওই মহিলা রেঞ্জার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে ৷ পাশাপাশি দোকান ভাঙার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মহিলা বিক্ষোভকারীরা ৷ আজকের এই বিক্ষোভের জেরে তাজপুরে রাস্তার উপর আটকে পড়েন পর্যটকেরা । সোমবারে এই বিক্ষোভকে ঘিরে আবার নতুন করে উত্তেজনা ছড়ায় তাজপুরে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.