আরজি কর-কাণ্ড চাপা দিতে গিয়েছে পুলিশ কমিশনার: সজল ঘোষ - BJP Leader Sajal Ghosh
🎬 Watch Now: Feature Video
Published : Aug 9, 2024, 7:09 PM IST
|Updated : Aug 9, 2024, 7:14 PM IST
আরজি কর হাসপাতালের মহিলা ট্রেনি চিকিৎসকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ মৃতের বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা সজল ঘোষ ৷ বললেন, "এটা একটা চক্রান্ত ৷ আমরা এর তদন্ত সিবিআইকে দিয়ে করাতে চাই। না-হলে এই সরকারের পুলিশ প্রশাসন ধামাচাপা দিয়ে দেবে। পুলিশ কমিশনার আরজিকর হত্যা মামলা ধামাচাপা দিতেই ঘটনাস্থলে গিয়েছেন।"
তাঁর আরও অভিযোগ, যিনি বর্তমান প্রিন্সিপাল তথা হাসপাতাল সুপার, তিনি আপাদমস্তক দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাঁকে বারংবার অন্যত্র বদলি করা হলেও তিনি সেখানেই ফেরত চলে আসেন। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় আঙুল তোলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের দিকে ৷ সজল বলেন, "তাঁর নাম ডাক্তার শ্যামা দাস, তার জন্যই আরজিকর হাসপাতালের এই বেহাল দশা ৷ আরজিকর হাসপাতালে আগে রোগী হত্যা হতো, এখন চিকিৎসক খুন হচ্ছে হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে হাওড়ার ফাঁসিতলা মোড়ের কাছে বর্ধিত বিদ্যুতের বিলের প্রতিবাদে বিক্ষোভ ও ধরনা কর্মসূচিতে যোগ দেন বিজেপির এই নেতা ৷ বর্ধিত বিদ্যুতের বিল নিয়েও একহাত নেন রাজ্য সরকারকে ৷