পাহাড় থেকে পাথর ধসে বন্ধ রাস্তা, সমস্যায় পর্যটকরা..... - boulders falling on highway - BOULDERS FALLING ON HIGHWAY
🎬 Watch Now: Feature Video
Published : Mar 21, 2024, 2:11 PM IST
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছ ৷ তার জেরেই বিপর্যস্ত পাহাড় ৷ কালিম্পঙে বেশ কয়েটি এলাকার জাতীয় সড়কের উপর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড়বড় পাথর। বড়সড় দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত বন্ধ করেছে পুলিশ।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিম্পং জেলার লিকুভিড় এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের উপর ধস নেমেছে ৷ পাহাড় থেকে পাথর ধসে বন্ধ হয়ে গিয়েছে অর্ধেক রাস্তা ৷ শিলিগুড়ি থেকে কালিম্পং যাতায়াতের জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়ে প্রশাসনের পক্ষ থেকে । ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷ যানবাহন চলাচলের গতি প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে ৷ জাতীয় সড়কের পরিবর্তে সমস্ত গাড়ি লাভা হয়ে গরুবাথান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । 27 মাইল থেকে সামথার হয়ে কালিম্পং যেতে হবে পর্যটকদের ৷ প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ গাড়ির রুট বদল হওয়ায় সমস্যা পড়েছেন পর্যটকরা ৷