অপরাজিতা বিল 'ধাপ্পাবাজি', বিরোধিতায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা - Aparajita Woman and Child Bill 2024
🎬 Watch Now: Feature Video
ধর্ষণ বিরোধী আইনের সংশোধন করে নয়া 'অপরাজিতা' বিল বিধানসভায় পাশ করিয়েছে রাজ্য সরকার ৷ তবে, এই বিলের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের চিকিৎসক মহলের অধিকাংশ ৷ আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই বিলকে 'ধাপ্পাবাজি' ও 'আইওয়াশ' বলে নিশানা করেছেন ৷ এই বিল নিয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা যখন রাজপথে ছিলাম, তখন মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল পাশ করার কথা বলেছেন ৷ এই বিলটিকে আমরা একটা 'পপুলিস্ট ধাপ্পাবাজি' ছাড়া আর কিছু বলতে পারছি না ৷ স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা বাড়ানো না হলে, ধর্ষণ ও হেনস্তা কমবে না ৷ এর জন্য কাঠামোগত পরিবর্তন আনা দরকার ৷"
শুধুমাত্র আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা নন ৷ মুখ্যমন্ত্রীর বিধানসভায় পাশ করা এই বিলের বিরোধিতা করেছে অধিকাংশ চিকিৎসক সংগঠন ৷ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "এই বিল সম্পূর্ণ আইওয়াশ ৷ এর মাধ্যমে লিঙ্গ বৈষম্য উঠে আসছে ৷ আমরা চিকিৎসক হিসেবে এই লিঙ্গ বৈষম্য মেনে নেব না ৷ রাতের বেলায় মহিলাদের কাজ করতে না-পারা মানে, বকলমে অপরাধীদের অপরাধ করতে দেওয়া ৷ এর পাশাপাশি, আমরা অবাক হলাম বিরোধীরা একটাও কথা বলল না এই বিলের বিরুদ্ধে ৷ তবে, আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি ৷"
যদিও, এই বিষয়ে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক কিছু নিয়ে বিল পাশ হয় ৷ কিন্তু, তার সঙ্গে অপরাধ সমানতালে চলতে থাকে ৷ এই পুরো বিষয়টাই প্রশাসনের উপর নির্ভর করছে ৷ তারা সদিচ্ছা দেখালেই বিষয়টা কার্যকর হবে ৷"