গোসাবায় নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, আতঙ্কিত গ্রামবাসী - Gosaba River Dam Reconstruction - GOSABA RIVER DAM RECONSTRUCTION
🎬 Watch Now: Feature Video
Published : Aug 24, 2024, 1:30 PM IST
কোটাল ও প্রবল বর্ষণের জেরে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা ৷ শুক্রবার রাতে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকার কুমিরমারি গোমর নদীর ভাঙ্গন ঘাট এলাকায় প্রায় 60 ফুট নদী বাঁধ ভেঙে লবণাক্ত জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে ৷ জোয়ারের সময় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ ব্লক প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজে নেমে পড়ে ৷ গ্রামবাসীদের অভিযোগ, সঠিক পদ্ধতিতে নদী বাঁধ সংস্কার বা নতুন কোনও বাঁধ নির্মাণ না হওয়ায় 2009 সালের আয়লা পরবর্তী সময় থেকে আতঙ্কিত হয়ে দিন কাটাতে হচ্ছে ৷ এদিকে গতকাল রাতে নদীর লবণাক্ত জল গ্রামে ঢুকে পড়ায় পুকুরের মাছ, চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
বাঁধ ভেঙে যাওয়ার কারণে জলমগ্ন গোসাবার প্রায় 50টি পরিবার ৷ এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোসাবার বিডিও এবং সেচ দফতরের আধিকারিকরা ৷ পৌঁছান কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা ৷ গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস বাঁধ মেরামতিতে উদ্যোগী হন ৷ নিম্নচাপ আর কোটালের জোড়া ফলায় রাতের ঘুম উড়েছে সুন্দরবনবাসীদের ৷ সুন্দরবনের মইপিঠ, কুলতলী, গোসবার মতো এলাকায় নদীর পাড়ের বাসিন্দাদের যে কোনও ভরা কোটালে ঘুম উড়ে যায় ৷ কিন্তু এভাবে বারবার নদীতে যে কোনও ভরা কোটালের বা নিম্নচাপে জোড়া ফলায় জোয়ারের জলে নদী ভাঙনের আশঙ্কা কারণে আতঙ্কিত এলাকার মানুষজনেরা ৷