জুনিয়র চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে মানববন্ধনে সামিল হুগলি - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 11:05 PM IST

thumbnail
হুগলি জেলাজুড়ে মানববন্ধন (ইটিভি ভারত)

আরজি কর ইস্যুতে সুবিচারের দাবিতে ফের রাত দখল কর্মসূচি ৷ জুনিয়র চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে পথে নামল হুগলি ৷ উত্তরপাড়া, কোন্নগর, চুঁচুড়া ঘড়ির মোড়, বৈদ্যবাটি ও চন্দননগর-সহ একাধিক জায়গায় পথে নামল মানুষ । বুধবার রাতে মানববন্ধন করে হাতে মোমবাতি নিয়ে শয়ে শয়ে মানুষ শৃঙ্খল তৈরি করে আরজি করের ঘটনার প্রতিবাদ সামিল হন । গত 14 অগস্টের পর ফের রাত দখলে সামিল সাধারণ মানুষ ৷ 
জাস্টিস চেয়ে আরও রাস্তায় সাধারণ মানুষ । হুগলিতে চিকিৎসকদের ডাকে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা মানব বন্ধন শৃঙ্খলে আবদ্ধ হলেন হাজার হাজার সাধারণ মানুষ । 

এই বিষয়ে চিকিৎসক সুপ্রিম সাধুখাঁ বলেন, "আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে আজ আমাদের চিকিৎসক সমাজের তরফ থেকে মানববন্ধন শৃঙ্খলে ডাক দেওয়া হয়েছিল ৷ তাতে হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে । বৈদ্যবাটি থেকে প্রায় বটতলা এতটা রাস্তা এক অবিচ্ছিন্ন মানববন্ধন তৈরি করা হয়েছে । আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামব ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.