মাসির বাড়ি থেকে রওনা দিলেন মহাপ্রভু জগন্নাথ, পুরী থেকে দেখুন সরাসরি - Rath Yatra 2024 - RATH YATRA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jul 15, 2024, 8:53 AM IST
Ratha Yatra 2024 LIVE: আজ উলটো রথ ৷ মাসির বাড়ির সফর সেড়ে শ্রীমন্দিরে ফিরছেন প্রভু জগন্নাথ ৷ সঙ্গে রয়েছেন ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা ৷ শ্রীগুন্ডিচা মন্দির থেকে তিন ভগবানকে নিয়ে শ্রীনগরের পথে নন্দীঘোষ, তালধ্বজ এবং মিরররাদান রথ ৷ আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পবিত্র 'বহুদা যাত্রা' পালিত হয় ৷ আজ সেই তিথি এবং সমস্ত রীতি অনুসারে পালিত হচ্ছে পুরীর উলটো রথ ৷ মহাপ্রভুকে দেখার জন্য ইতিমধ্যে লাখো ভক্তের সমাগম হয়েছে শ্রীগুন্ডিচা মন্দিরের প্রধান দরজার সামনে ৷ দীর্ঘ অপেক্ষার পর ভগবানের দর্শন পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাঁরা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না ৷