প্রতিমা বিসর্জনের সময় নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার 12 জন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 10:13 AM IST

প্রতিমা বিসর্জনের সময় নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ ৷ গায়ে জল ছিটিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য সুব্রত দাস-সহ 12 জন ৷ 

রবিবার রাতে দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বন্ধুদের সঙ্গে অংশগ্রহণ করে ওই নাবালিকা ৷ শোভাযাত্রায় নাচ করছিল তারা ৷ সেই সময় তাদের গায়ে কয়েকজন বাচ্চা জল ছিটিয়ে দেয় ৷ তাতে বাধা দেয় নাবালিকার জেঠ্যু ৷ অভিযোগ, জলের বোতল ফেলে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যান ওই পঞ্চায়েত সদস্য ৷ নাবালিকার পরিবারের সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ৷ পাশাপাশি, নাবালিকার গায়ে হাত দেওয়ার সঙ্গে কুরুচিকর মন্তব্য করেন ওই তৃণমূল নেতা বলে অভিযোগ ৷ 

ঘটনায় বাকিরা প্রতিবাদ করায় তাদেরকেও মারধর করার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ ৷ তৃণমূল নেতা-সহ 12 জনকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, থানায় নিয়ে যাওয়া হলে সেখানে গিয়েও তাণ্ডব চালান ওই তৃণমূল নেতা ৷ সরকারি কাজে বাধা, মারধর, শ্লীলতাহানী-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ৷ সোমবার তাঁদের বারাসাত আদালতে পেশ করা হয় ৷ বিচারক তাঁদের 5 দিন তথা আগামী 19 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ৷     

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, "দলের মধ্যে থেকে এই ধরনের কাজ কোনও রকম ভাবে বরদাস্ত করা হবে না । প্রয়োজনে দল ওই সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে । সেই বিষয়ে দল আলাদাভাবে তদন্ত করে দেখছে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.