আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল উত্তরবঙ্গ - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 18, 2024, 10:51 PM IST
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া শাস্তির দাবি উঠল শহরের পাশাপাশি জেলাতেও ৷ এই ঘটনায় উত্তাল রাজ্য তথা সারা দেশ ৷ বিচারের দাবিতে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত তুরতুরী গ্রামপঞ্চায়েতের মহিলা থেকে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে সামিল হলেন ৷ কয়েকশো স্কুল পড়ুয়া, মহিলারাও এই বিক্ষোভ-মিছিলে যোগ দেন ৷ এদিন আন্দোলনরত মহিলারা বলেন, "আরজি করে মেডিক্যাল কলেজে যে নৃশংসভাবে চিকিৎসককে হত্যা করা হয়েছে, তার আমরা বিচার চাই ৷"
রবিবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে নামেন ফুটবল সমর্থকরা ৷ এদিন কলকাতায় দুই দলের সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা ৷ রাতে বাঘাযতীন পার্ক ময়দান থেকে একত্রিত হয়ে একটি মিছিল করে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ও শিলিগুড়ি মেরিনার্স ৷ মিছিলটি শিলিগুড়ির কাছারি রোড, হাসমিচক, হিলকার্ট রোড, সেভক মোড় হয়ে মহাত্মা গান্ধি চক পর্যন্ত যায় ৷ সবার একটাই দাবি, আরজি করের নির্যাতিতার ন্যায় বিচার ৷