পঞ্চম দফার ভোট হুগলিতে, ভোট কেন্দ্রের পথে কর্মীরা; রইল ভিডিয়ো - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 5:03 PM IST

thumbnail
নিজের কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা (ইটিভি ভারত)

5th Lok Sabha Polls: পঞ্চম দফার লোকসভা নির্বাচনে হাওড়া-হুগলি সহ মোট সাতটি কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা ৷ সোমবার এই জেলার হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ৷ জেলাজুড়ে 10টি ডিসিআরসি তৈরি করা হয়েছে। যার মাধ্যমে কয়েক হাজার ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ রবিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ডিসিআরসি থেকে ইভিএম মেশিন-সহ ভোটের সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত ভোটকর্মীরা। তার মধ্যে মহিলা পরিচালিত বুথের জন্য বহু মহিলা ভোটকর্মীদেরও এদিন দেখা গিয়েছে ৷ 

শ্রীরাপুর কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা 19 লাখ 26 হাজার 645 জন ৷ মোট বুথ 2 হাজার 76টি ৷ স্পর্যকাতর বুথের সংখ্যা 1 হাজার 236টি ৷ হুগলিতে মোট ভোটারের সংখ্যা 18 লাখ 58 হাজার 67 জন ৷ স্পর্শকাতর বুথের সংখ্যা 1 হাজার 787টি ৷ আরামবাগে মোট ভোটার সংখ্যা 18 লাখ 83 হাজার 266 জন ৷ স্পর্শকাতর বুথের সংখ্যা 1 হাজার 770টি ৷ হুগলি গ্রামীণ এলাকার জন্য ভোটের দিন 171 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 6 হাজার 247 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। সেই সঙ্গে চন্দননগর কমিশনারেটে 60 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও 2 হাজার 842 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.