পেরোতে হবে দুর্গম পথ, নির্বাচনের দু'দিন আগেই সুন্দরবনের বুথের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 10:50 PM IST

thumbnail
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা

দুর্গম পথ ৷ তাই ভোট শুরুর দু'দিন আগেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা দিলেন সুন্দরবন এলাকার ভোটকর্মীরা ৷ আগামী শনিবার রাজ্যে শেষ দফার নির্বাচন । এদিন ভোট রয়েছে জয়নগর, মথুরাপুরের মতো সুন্দরবন অধ্যুষিত লোকসভা কেন্দ্রে । এই সমস্ত এলাকা দুর্গম, তাই দু'দিন আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে এই দুর্গম এলাকাগুলিতে নির্বাচনের জন্য ভোটকর্মীদের পাঠানোর কাজ শুরু হয়েছে ৷ এদিন গোসাবায় সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন । গোসাবা বিডিও অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম ও ভোটের সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা । নদীপথে লঞ্চে করে দূরদূরান্তের বুথে যেতে হবে বলেই একদিন আগে ভোটকর্মীরা যেতে শুরু করেছেন । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.