বাংলাদেশি সাংসদের দেহাংশ ভাঙড়ের খালে ! পুলিশি তল্লাশিতে আতঙ্কিত এলাকাবাসী - BANGLADESH MP Murder Case - BANGLADESH MP MURDER CASE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 11:41 AM IST

Updated : May 24, 2024, 11:58 AM IST

বৃহস্পতিবার রাত হয়ে যাওয়ায় শুক্রবার বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের দেহ খুঁজতে ফের ভাঙড়ের খালে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে তল্লাশি চালাবে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, নিউটাউনে খুন হওয়া বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে ভাঙড়ের খালে ৷ সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেখান থেকে পুলিশ জানতে পারে, মৃতদেহ একাধিক টুকরো করার পর তার কয়েকটি অংশ পোলেরহাট থানার অন্তর্গত ভাঙড়ের জিরানগাছা খালে ফেলা হয়েছে ৷ ঘটনার তল্লাশিতে বৃহস্পতিবার রাতে তদন্তকারী দল সেখানে পৌঁছয় । 

পোলেরহাট থানার পুলিশের সহযোগিতায় বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় ৷ এদিকে এলাকায় হঠাৎ একসঙ্গে এত পুলিশ দেখে জড়ো হয়ে যায় স্থানীয়রা ৷ পরে জানা যায়, বাংলাদেশি সাংসদের দেহাংশ খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে কিছু না পেয়ে ফিরতে হয়ে তদন্তকারী আধিকারিকদের । তাই শুক্রবার বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে ফের ঘটনাস্থলে তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : May 24, 2024, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.