আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - আবুধাবিতে হিন্দু মন্দির
🎬 Watch Now: Feature Video
Published : Feb 11, 2024, 10:55 PM IST
BAPS Hindu Mandir Abu Dhabi: অযোধ্যার রামমন্দিরের পর আরও এক মনোমুগ্ধকর মন্দির উপহার পেতে চলেছেন দর্শনার্থীরা ৷ সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে প্রথমবার খুলতে চলেছে হিন্দু মন্দির ৷ 14 ফেব্রুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে মন্দিরের কাজ কতদূর এগিয়েছে তা ঘুরে দেখেন দেশের কূটনীতিকরা ৷ সাদা মার্বেল ও গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি বোচাসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দিরের ছবি ও ভিডিয়ো এসেছে প্রকাশ্যে ৷ বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী 2018 সালে সংযুক্ত আরব আমিরাতে তাঁর দ্বিতীয় সফরকালে দুবাই অপেরা হাউস থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মন্দিরের শিলান্যাস করেন ৷
মন্দিরটি নির্মাণ করা হয়েছে 13.5 একর জমির উপরে ৷ আবুধাবি থেকে মন্দিরের দূরত্ব 30 মিনিটের ৷ এই মন্দিরে থাকবে শিব, কৃষ্ণ ও আইয়াপ্পার মূর্তি। আয়াপ্পাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় । মন্দিরটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ করা গম্বুজ । মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে সুন্দর উদ্যান ও জলের ফোয়ারা দিয়ে ৷ রাজস্থান ও গুজরাত থেকে আনা পাথর খোদাই করে নকশা করেন প্রায় তিন হাজার কারিগররা। ভারতীয় হিন্দুদের নানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে ৷ কারিগররা মহাভারত, রামায়ণ ও পুরাণের বিভিন্ন ইতিহাস সুনিপুণভাবে ফুটিয়ে তুলছেন । এছাড়া, ভারতীয় সংস্কৃতিও ধরা পড়েছে মন্দিরের নানা নকশায় ৷