মোদির রোড শোতে উপচে পড়া ভিড়, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 28, 2024, 8:56 PM IST
Narendra Modi Road Show: শেষ দফা নির্বাচনের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার হরিপুর মাঠে এ দিন দুপুরে জনসভা করেন তিনি । বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে ছিল তাঁর এই সভা ৷ অশোকনগরে সভার আগে রোড শো করেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রথমে তিনি অশোকনগর স্টেডিয়ামে হেলিকপ্টারে এসে নামেন । সেখানে উৎসাহী মানুষের ভিড় দেখে পরিকল্পনা না থাকলেও রোড শো করার সিদ্ধান্ত নেন মোদি । অশোকনগর স্টেডিয়াম থেকে হরিপুর সভাস্থল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথে হয় তাঁর এই রোড শো ৷ মোদিকে দেখার জন্য রাস্তার দুপাশে ছিল বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ৷ মানুষের ভিড় এতোটাই ছিল যে তাদের সামাল দিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে । ফুল বর্ষণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় অশোকনগরবাসী ৷ গাড়ি থেকে বেরিয়ে ভিড়ের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় মোদিকেও ৷ পরে এ দিনের ভাষণে সন্দেশখালির প্রসঙ্গ এনেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সন্দেশখালির প্রতিবাদীদের মধ্যে অন্যতম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে মোদির ভাষণে ৷ সরাসরি তিনি আক্রমণ করেছেন তৃণমূলকেও ৷