আরজি কর-কাণ্ডে সাধারণ মানুষের মুখোশ পরে রাস্তায় বিরোধীরা, কটাক্ষ রচনার - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 4:02 PM IST

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সোশাল মিডিয়ায় ব্যঙ্গের শিকার হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই নিয়েই তাঁর বক্তব্য, "দিন শেষে আমরা সবাই মানুষ ৷ আমরা সবাই চাই আরজি করের নির্যাতিতা সুবিচার পান এবং অভিযুক্তরা ধরা পড়ুক ৷" কিন্তু, এই ঘটনায় বিরোধীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবির সমালোচনা করলেন রচনা ৷

হুগলি জেলাশাসকের দফতরের সামনে দাঁড়িয়ে সাংসদ অভিযোগ করলেন, আরজি কর-কাণ্ডে সাধারণ মানুষ প্রথমদিন থেকে রাস্তায় নেমেছেন ৷ কিন্তু, এই মুহূর্তে সাধারণ মানুষের মুখোশ পরে একদল বিরোধী রাজনীতি করছে ৷ মূলত, বিজেপির 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ'; এই স্লোগানের বিরুদ্ধেই সরব হয়েছেন হুগলির সাংসদ ৷ পাশাপাশি, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় সমালোচনা করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.