নতুন ভোটারদের উৎসাহ চরমে, পুরুলিয়ায় নির্বিঘ্নে শুরু ভোটগ্রহণ - Lok Sabha Election 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:26 AM IST

Purulia Lok Sabha Constituency: দেশ তথা রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন ৷ বাংলায় মোট আটটি লোকসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে। এর মধ্যে অন্যতম জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট চলছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট 1907টি বুথে ভোটগ্রহণ চলছে। পুরুলিয়ায় এবার ত্রিমুখী লড়াই। একদিকে গত লোকসভা নির্বাচনে জয়ী তথা বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বিজেপির প্রার্থী। অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত তৃণমূল প্রার্থী। ইন্ডিয়া জোটের প্রার্থী নেপাল মাহাত যথেষ্ট প্রভাবশালী। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে পুরুলিয়া এবার নজরকাড়া। 

জঙ্গলের এই প্রাকৃতিক সৌন্দর্যের জেলায় ভোটে বড় অশান্তির খবর তেমনভাবে কখনও পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোটের অতীত রয়েছে পুরুলিয়ার। সেই অর্থে সকাল সকাল নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হল। এখন দেখার বাকিদিন কেমন থাকে। অন্যদিকে, ভোট দানের লাইনে দেখা গেল নতুন ভোটারদের ৷ চরম উৎসাহ সকাল সকাল ভোটের লাইনে নতুন ভোটারদের চোখে পড়ল অনুষ্কা বন্দ্যোপাধ্যায় নামে এক ভোটার জানালেন চরম উদ্দীপনার মধ্যে রয়েছি। প্রথমবার ভোটের বুথের মধ্যে ঢুকব। কীভাবে ভোট হয় এখনও জানি না সে কারণে একটু টেনশন রয়েছে। বাকি আর কোনও আতঙ্ক নেই। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.