মহানায়িকাকে মনে রাখতে দরকার মূর্তি বা মেট্রো স্টেশন? স্পষ্ট জবাব মেয়ে মুনমুন সেনের - Moonmoon Sen on Suchitra Sen - MOONMOON SEN ON SUCHITRA SEN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:09 PM IST

Suchitra Sen Poster Exhibition: সুদীপ্ত চন্দ'র সংগ্রহ সম্বলিত 'সুচিত্রা' শীর্ষক প্রদর্শনী কিছুদিন আগেই হয়ে গিয়েছে কলকাতায়। মহানায়িকার জন্মদিন উপলক্ষ্যে আইসিসিআর-এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর। উপস্থিত ছিলেন মুনমুন সেন, রিয়া সেন-সহ আরও অনেকে। সেখানে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মুনমুন সেন বলেন, "কলকাতার সংবাদ মাধ্যম খুব ভালো। তারা মা-কে মনে রেখেছে অন্তর থেকে।"
এরপর অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা শহরে মহানায়িকার কোনও স্ট্যাচু কিংবা ওর নামে মেট্রো স্টেশন হলে কেমন হবে? তিনি বলেন, "এতদিন যখন হয়নি আর দরকার নেই। মা-কে মানুষ এমনিই মনে রেখেছে এবং রাখবে।" অভিনেত্রী মুনমুন সেনের দুই মেয়ে রাইমা সেন ও রিয়া সেনও রূপোলি পর্দায় প্রতিষ্ঠিত ৷

রিয়া এবং রাইমা কার মধ্যে মহানায়িকার প্রভাব বেশি? মুনমুন সেন হেসে বলেন, "রিয়ার স্বভাবে আছে মায়ের প্রভাব। আর রাইমাকে দেখতে মায়ের মতো।" প্রসঙ্গত, 1984 সালে অন্দর বাহার ছবি দিয়ে সিনেপর্দায় আত্মপ্রকাশ ঘটে মুনমুন সেনের ৷ বিয়ে ও সন্তান হওয়ার পর তিনি পা রাখেন অভিনয়ের দুনিয়ায় ৷ বাংলাতেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য 'অমর কন্টক', 'রাজবধূ', 'নীল নির্জনে', 'বৈদুর্য রহস্য'-এর মতো ছবি ৷ পাশাপাশি 2014 সালে বাঁকুড়া থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন মুনমুন। পাঁচ বছর বাদে  2019 সালে আবারও তৃণমূল থেকে আসানসোল আসনে প্রার্থী হন তিনি। এবার অবশ্য জেতা হয়নি। তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র কাছে হেরে যান মুনমুন।   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.