মহেশতলার পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব, আটক 1 অভিযুক্ত - ATTACK ON PETROL PUMP STAFFS
🎬 Watch Now: Feature Video
Published : Oct 14, 2024, 9:16 AM IST
পেট্রোলের সঙ্গে মেশানো রয়েছে জল ৷ এই অভিযোগে পেট্রোল পাম্পের কর্মীদের মারধর, হেনস্তা করলেন 2-3 জন দুষ্কৃতী ৷ এই ঘটনায় নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়ালো বেহালা মহেশতলার পুরাতন ডাকঘর এলাকার পেট্রোল পাম্পে ৷ ঘটনার একজন অভিযুক্তকে আটক করা হয়েছে ৷
জানা গিয়েছে, রবিবার সকাল 11টা 30 মিনিটে দুষ্কৃতীদের একটি দল এসে বাইকে পেট্রোল ভরে ৷ তারপরই তারা অভিযোগ করেন, পেট্রোলে নাকি জল মেশানো রয়েছে ৷ এরপর পাম্পের কর্মচারীদের মারধরের হুমকি দেন তারা ৷ পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে লুটপাট করারও হুমকি দেন ৷ ঘটনায় নিমেষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ ও পেট্রোল পাম্পের কর্ণধর রমেশ মল্লিক । আদৌ পেট্রোলে জল মেশানো রয়েছে কি না, তা পেট্রোল ফানেলের সাহায্যে পরীক্ষা করে দেখা হয় ৷ অভিযুক্ত ব্যক্তি নিজেকে কালিতলা আশুতি থানার পুলিশ বলে পরিচয় দেন ৷ পরে জানা যায়, তিনি মিথ্যে দাবি করেছেন ৷ এরপর ওই ব্যক্তিকে আটক করে মহেশতলা থানার পুলিশ ৷ বাকি দু'জন পলাতক ৷ কী কারণে তারা পেট্রোল পাম্পে এসেছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷