জনসভায় সরাসরি বিয়ের প্রস্তাব, কী বললেন তৃণমূল প্রার্থী ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 11:04 PM IST
|Updated : May 15, 2024, 2:32 PM IST
Debangshu Bhattacharya: সকাল হতেই প্রতিদিনের মতো মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য । নির্বাচনী জনসভার মঞ্চেই পেলেন বিয়ের প্রস্তাব ৷ তবে সঙ্গে সঙ্গে সে প্রস্তাব নাকচ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী ।
এদিন নিজের নির্বাচনী কেন্দ্র হলদিয়া বিধানসভা এলাকায় একগুচ্ছ প্রচার কর্মসূচি সারেন দেবাংশু । হলদিয়া পৌরসভার 12নং ওয়ার্ডের দুর্গাচক স্টেডিয়ামের কাছে এমনই এক কর্মসূচির মঞ্চে উপস্থিত হতেই দেবাংশুকে ফুল দিয়ে সম্বর্ধনা দেন এক মহিলা তৃণমূল কর্মী ৷ তারপর দেবাংশুর জয় কামনা করে, তাঁর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান ওই মহিলা ৷ মাইক হাতে এই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে । তারপর সঙ্গে সঙ্গেই দেবাংশু মাইক হাতে নিয়ে জানান, তিনি এখনই বিয়ে করছেন না । তমলুক লোকসভা কেন্দ্রে জিতে আগে জনগণের জন্য কাজ করতে চান । তাই এখনই সংসার জীবনে আবদ্ধ হতে চান না তিনি ৷