হকার জোন চিহ্নিত করতে আজ থেকেই সার্ভে: মমতা - Mamata Banerjee - MAMATA BANERJEE
🎬 Watch Now: Feature Video
Published : Jun 27, 2024, 12:06 PM IST
|Updated : Jun 27, 2024, 12:56 PM IST
Mamata Banerjee Live: সোমবারের পর বৃহস্পতিবার হকার ইস্যুতে নবান্ন সভাঘরে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সোমবারের বৈঠকের পর পরবর্তী সময়ে পুলিশ এবং পুরসভার অ্যাকশন দেখেছে মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজার দেখা গিয়েছে। দেখা গিয়েছে অবৈধ নির্মাণ ভাঙতে এই বুলডোজারের সাহায্য নিতে। কিন্তু মনে করা হচ্ছিল যে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও সরকার আলাদা কিছু ভাবছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই বলেছেন গরিব মানুষদের পেটে লাথি মারার পক্ষে তাঁর সরকার নয়। এই জায়গায় আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে রয়েছেন পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিক ও মন্ত্রীরা। ভিডিয়ো কনফারেন্সে রয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। নবান্ন থেকে মুখ্য়মন্ত্রীর লাইভ সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Jun 27, 2024, 12:56 PM IST