মালদা-শিলিগুড়িগামী ট্রেনে আগুন, ব্যাহত রেল পরিষেবা - Train Catches Fire - TRAIN CATCHES FIRE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-09-2024/640-480-22459550-thumbnail-16x9-ll.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Sep 15, 2024, 7:18 PM IST
Train Catches Fire at Kishanganj: মালদা-শিলিগুড়ি ডিএমইউ ট্রেনে আগুন ! ইঞ্জিনে আগুন লাগতেই বেরিয়ে আসতে থাকে ধোঁয়া ৷ রবিবার বিহারের কিষাণগঞ্জের ফড়িংগোলা গ্রামের কাছেই ওই ডিএমইউ ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ কী করে এই অগ্নিসংযোগ হল তা জানা যায়নি ৷ তবে তদন্ত শুরু করেছে রেল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে শিলিগুড়িগামী ডিএমইউ ট্রেনটি বিহারের কিষাণগঞ্জের ফড়িংগোলা গ্রামের কাছে পৌঁছতেই তারা দেখতে পান ইঞ্জিনে আগুন লেগেছে ৷ চালক আগুন দেখতে পেয়েই ট্রেনটি দাঁড় করিয়ে দেন। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন জিআরপি ও আরপিএফের কর্মীরা। রেলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেড় ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। রেল পুলিশের তরফ থেকে আগুন লাগার কারণ হিসাবে কিছুই জানায়নি ৷ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে ৷ রেলের এক আধিকারিক বলেন, "এই ঘটনায় রেলযাত্রী-সহ চালকের কোনও ক্ষতি হয়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পাশেই ছিল এসএসবি ক্যাম্প। তারা এসেও আগুন নেভাতে সহায়তা করেন ৷ সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।