মথুরাপুরে বিপুল ব্যবধানে এগিয়ে বাপি হালদার, সবুজ আবিরে উৎসব তৃণমূলের - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 12:37 PM IST

মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার ৷ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের থেকে প্রায় 50 হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি ৷ গণনার শুরুতে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল ৷ কিন্তু, তৃতীয় রাউন্ড শেষ হতেই উৎসবের মেজাজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ৷ সবুজ আবিরে একে অপরকে রাঙাতে শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এরাজ্যের নিরিখে তৃণমূল কার্যত একপেশে লড়াই জিতছে ৷ অন্তত, বেলা 12টা পর্যন্ত গণনায় যে পরিসংখ্যান উঠে আসছে, তাতে বুথ ফেরত সমীক্ষা পালটে দিয়ে বিজেপি বাংলায় 10টি'র মতো আসনে এগিয়ে বিজেপি ৷ অন্যদিকে বেলা 12টা'র ট্রেন্ড অনুযায়ী তৃণমূল তিরিশটির মতো আসন বাংলায় পাবে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.