হুগলিতে লকেট-অসীমার বাকযুদ্ধ! 'চোর-ডাকাত' অভিযোগে উত্তপ্ত এলাকা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 5:34 PM IST

5th Lok Sabha Poll in Hooghly: বুথের বাইরে বিজেপি কর্মীদের শাসানোর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে ৷ ভদ্রেশ্বর স্টেশন বাজারে সারদাপল্লীর কাছে রায়পাড়া প্রাইমারি স্কুলে 178 নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ৷ বচসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ সঙ্গে সঙ্গে তিনি বুথের বাইরে রাজ্য পুলিশকর্মীদের বের করে দেন বলে জানা গিয়েছে ৷ তারপরেই এলাকায় তৃণমূল সমর্থকরা লকেটকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে ৷ জয় বাংলা স্লোগান এবং পালটা জয় শ্রীরাম স্লোগানে বাড়তে থাকে বাদানুবাদ ৷ এমনকী, লকেটকে জুতো দেখানোরও অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ লকেট বলেন, "জিতে এলে সকলকে মানুষ করতে হবে ৷ মা-বোনকেও এনারা হয়তো জুতো দেখান ৷ আমি রামের নামাবলি দেখিয়েছি ৷"

অন্যদিকে, ধনেখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী লকেট ৷  এদিন অসীমা পাত্রর বাড়ির এলাকায় লকেট পৌঁছতেই তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান তোলেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, সেই সময় অসীমা পাত্রকে উদ্দেশ্য করে 'চোর' বলেন লকেট। পালটা লকেটের উদ্দেশে 'ডাকাত' মন্তব্য করেন তৃণমূল বিধায়ক অসীমা ৷ অভিযোগ এবং পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লকেটকে নিশানা করে অসীমা পাত্র বলেন, "কোটি টাকার মালিক। তিনটে রিসর্ট কী করে হল ? ও ডাকাত।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.