600 বছরের পুরনো শিব মন্দিরে শুরু চড়ক মেলা, দেখুন ভিডিয়ো - Charak Festival - CHARAK FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Apr 13, 2024, 10:52 PM IST
বাংলায় লোক উৎসবের মধ্যে চড়ক অন্যতম । চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পুজো করে সমাপ্তি ঘটে বর্ষশেষের । মূলত মহাদেবের আরাধনা করতেই নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠিত হয় চড়ক। প্রতি বছরই ডোমজুড়ের পুরাতন নারনা পঞ্চানন্দ মন্দিরে পালিত হয় চড়ক ৷ প্রায় 600 বছরের পুরনো এই মন্দির ৷ কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে তুলারাম ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পুকুরে ভেসে আসা একটি ঘটকে প্রথমে শিবে আধার রূপে পুজো করা হয়। সেই ধারা আজও অব্যাহত ৷
এই মন্দিরের পাস দিয়ে একসময়ে বয়ে যেত কৌশিকী নদী ৷ বর্তমানে সেটি পুকুরে পরিণত হয়েছে ৷ সেই পুকুরে স্নান করে মহাদেবের পুজো শুরু করেন ভক্তরা। 7 দিন ধরে অনুষ্ঠান হয় ৷ চড়ক উপলক্ষ্যে মেলাও বসে । গাজনের এই পুজোয় জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশে এলাকা থেকে লক্ষাধিক মানুষের জন সমাগম হয় ৷ মন্দিরের বলি প্রথা বন্ধ করার চেষ্টা চলেছে।