মহাপ্রভুকে 'জামাই আদর', নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে পালিত হল জামাইষষ্ঠী - Jamai Sasthi 2024 - JAMAI SASTHI 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 8:00 PM IST

মহাপ্রভু শ্রীচৈতন্যকে ঘিরে জামাইষষ্ঠীর উৎসব হল নবদ্বীপে ৷ নদিয়ার বাসিন্দা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল গৌরঙ্গ মহাপ্রভুর ৷ সেই থেকে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই হিসেবে আদরযত্ন করা হয় ৷ মহাপ্রভুকে ঘিরে পালন করা হয় জামাইষষ্ঠীর আচার ৷ বছরের পর বছর ধরে চলে আসছে এই প্রথা ৷ বাদ যায়নি এই বছরও ৷ 

বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই হিসেবে বরণ করলেন স্থানীয় বাসিন্দারা ৷ এদিন মহাপ্রভুকে নতুন ধুতি-পাঞ্জাবিতে সাজানো হয়েছিল ৷ তারপর প্রথা মেনে জামাই বরণের মতো ফুলের মালা পরানো হয় ৷ গায়ে দেওয়া হয় সুগন্ধি ৷ মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে ৷ জামাইয়ের মতো মধ্যাহ্ন ভোগে শাক, থোড়, মোচা, শুক্ত, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা, পোস্ত ৷ এছাড়া বিশেষ ভোগ হিসেবে আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাইষষ্ঠী স্পেশাল ৷ নবদ্বীপের দই নিবেদন করা হয় প্রভুকে ৷ সব শেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান ৷ সারাদিনের পুজোর মধ্যে প্রকাশ পায় জামাই আদর ৷ 'বিষ্ণুপ্রিয়া প্রাণধন' সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.