পঞ্চম দফার আগে শেষ মুহূর্তের ব্যস্ততা আরামবাগে, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 19, 2024, 7:14 PM IST
|Updated : May 19, 2024, 7:38 PM IST
রাত পোহালেই লোকসভার পঞ্চম দফার নির্বাচন ৷ তার আগে রবিবার সকাল থেকে আরামবাগ লোকসভার ডিসিআরসি-তে ব্যস্ততা ভোট কর্মীদের ৷ নিজ নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়ে পোলিং অফিসাররা ইভিএম ও ভিভিপ্যাট গুছিয়ে রওনা দিলেন বুথগুলির দিকে ৷ আরামবাগ লোকসভার ডিসিআরসি সেন্টার করা হয়েছে নেতাজি মহাবিদ্যালয়ের মাঠে ৷ সেখানেই সকাল থেকে ভিড় করেন ভোটকর্মীরা ৷ ভোট কর্মীরা ইভিএম-সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ নিয়ে নির্দিষ্ট বুথের উদ্যেশ্যে রওনা দিচ্ছেন ৷ ভোট কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী-সহ থাকছে কমিশনের ক্যামেরাম্যান ৷
আরামবাগ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18 লক্ষ 83 হাজার 266 ৷ মোট ভোট কেন্দ্র রয়েছে 2 হাজার 78টি ৷ তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 53 হাজার 396 জন এবং মহিলা ভোটার রয়েছে 9 লক্ষ 29 হাজার 849 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 21 জন ৷ মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 1 হাজার 770টি ৷
সুস্থভাবে নির্বাচন করার জন্য হুগলি জেলা জুড়ে থাকছে 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 10 হাজার রাজ্য পুলিশ ৷ তার মধ্যে আরামবাগ লোকসভায় 85 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর ভারতের নির্বাচন কমিশন ৷ প্রথম তিনদফায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয় ৷ শাসক-বিরোধী সংঘর্ষে কৃষ্ণনগর, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম লোকসভার কয়েকটি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ তাই পঞ্চম দফা নির্বাচন শান্তিপূর্ণ করতে বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷