বরফে ঢাকল হিমাচলের লাহৌল ও স্ফিতি, দেখুন ভিডিয়ো - snowfall Video at himachal
🎬 Watch Now: Feature Video
Published : Apr 27, 2024, 3:39 PM IST
পুড়ছে সমতল ৷ তাই ঠান্ডার অনুভূতি পেতে রোজনামচা থেকে খানিকটা সময় বের করে পাহাড়ের কোলে হারিয়ে যেতে প্রস্তুত সকলেই। আর পাহাড়ে রওনা হওয়ার আগেই এল সুখবর। বরফের চাদরে ঢাকল হিমাচলের লাহৌল ও স্ফিতি ৷ চারধারে তুষারঢাকা মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে এই পাহাড়ি অঞ্চল। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই তুষারপাত চলবে। ভিডিয়োতে দেখে নিন প্রকৃতির এই সৌন্দর্য ৷ টানা বরফ পড়ছে হিমাচল প্রদেশে ৷ হিমাচলের ছোট্ট জেলা লাহৌল ও স্ফিতিতেও ইতিমধ্যেই বরফ পড়া শুরু হয়েছে ৷ তাতেই লাহৌল-স্ফিতি হয়ে উঠেছে আরও সুন্দর ৷ বরফে ঢেকে গিয়েছ পাহাড়, গাছপালা, রাস্তাঘাট ৷ বরফ পড়ার কারণে আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রাও। তুষারপাতের কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যেতে পারে বলেও আশা করছে পর্যটন বিভাগ। হিমাচলের এই মনোরম দৃশ্য উপভোগ করতেই তো দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমান। তবে আজকের যে পরিস্থিতি কয়েকদিন আগে সেসব পরিস্থিতি ছিল না ৷ মৌসম ভবনের পক্ষ থেকে আগামী 10 দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ৷